ভারত মহাসাগরে জলদস্যুর কবলে বাংলাদেশী জাহাজ

রিপোর্ট:আব্দুল্লাহ আল মামুন

ভারত মহাসাগরে এমভি আব্দুল্লাহ নামে বাংলাদেশের পতাকাবাহী একটি জাহাজ জলদস্যুদের কবলে পড়েছে। জাহাজটিতে ২৩ জন বাংলাদেশি নাবিক রয়েছেন। জাহাজটি এসআর শিপিং লাইনের মালিকানাধীন। এটি কেএসআরএম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান।

আজ মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে প্রতিষ্ঠানটি জানতে পারে, জাহাজটি জলদস্যুদের কবলে পড়েছে। নৌপরিবহন অধিদফতর ও কেএসআরএমের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে, এখন পর্যন্ত নাবিকেরা সুস্থ আছেন বলে জানানো হয়।

জাহাজটি মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছিল। পথিমধ্যে ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়ে। এ ঘটনা জানার পর নাবিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় বলে জানায় কেএসআরএম কর্তৃপক্ষ।

জাহাজটি মূলত বাল্ক ক্যারিয়ার। কেএসআরএম গ্রুপ জাহাজটি গত বছর সংগ্রহ করে। ‘গোল্ডেন হক’ নামের জাহাজটি এসআর শিপিং লাইনের বহরে যুক্ত হওয়ার পর এর নাম হয় ‘এমভি আবদুল্লাহ’। ২০১৬ সালে এটি তৈরি করা হয়। জাহাজটি লম্বায় ১৯০ মিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *