ঘোষণা বদলে রোজার মধ্যেই গরুর মাংসের দাম বাড়ালেন খলিল!

রমজান মাসের ২৫ তারিখ পর্যন্ত ৫৯৫ টাকায় গরুর মাংস বিক্রির ঘোষণা দিয়েছিলেন রাজধানীর শাজাহানপুর  আলোচিত মাংস ব্যবসায়ী খলিল আহমেদ। কিন্তু ১০ রোজা শেষ হওয়ার আগেই মাংসের দাম কেজিপ্রতি ১০০ টাকা বাড়িয়ে দিয়েছেন তিনি। খলিলুর রহমান জানিয়েছেন।

Loaded: 5.93%

বৃহস্পতিবার (২১ মার্চ) মাংসের দাম বাড়ানোর বিষয়টি নিশ্চিত করে খলিলুর রহমান সংবাদমাধ্যমকে জানান, ৫৯৫ টাকা দরে মাংস বিক্রি করে পোষাচ্ছে না। লোকসানে পড়তে হচ্ছে। বাধ্য হয়ে কেজিতে ১০০ টাকা দাম বাড়িয়েছেন তিনি।

তিনি জানান, এখন থেকে ‘খলিল গোস্ত বিতানে’ প্রতি কেজি গরুর মাংস ৬৯৫ টাকায় পাওয়া যাবে।

লোকসানে পড়ার কারণ সম্পর্কে খলিলুর রহমান জানান, আগে কিছুটা কম দামে গরু কেনা যেত। কিন্তু এখন আর আগের দামে গরু পাচ্ছেন না। নিজের খামার না থাকায় বাড়তি দামে গরুর কিনছেন। এ জন্য দাম না বাড়িয়ে উপায় নেই। তা ছাড়া নানামুখী চাপেও আছেন তিনি।

বাজারের দরের চেয়ে কম দামে গরুর মাংস বিক্রি করে ব্যাপক সাড়া পান খলিলুর রহমান।তবে তিনি জানিয়েছেন বাজারে গরুর দাম কমলে আবার  আগের দামে ফিরে আসবেন বলে ক্রেতাদের উদ্দেশ্যে বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *